ঢাকা, সোমবার ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন
মিয়ানমারে সেনাবাহিনীর হাতে কমপক্ষে ৪৩ জন শিশু নিহত হয়েছে
Reporter Name

শিশু অধিকার রক্ষা সংস্থা সেভ দ্য চিলড্রেন এই তথ্য জানিয়েছে।

সংস্থাটি বলেছে, মিয়ানমারের বর্তমান পরিস্থিতি যেকোনো শিশুর জন্য দুঃস্বপ্নের মতো। নিহতদের মধ্যে সবচেয়ে কম বয়সী শিশুটির বয়স মাত্র ৬ বছর।

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর থেকে এখনও পর্যন্ত কমপক্ষে ৫শ’ ৩৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা।

সেনাবাহিনীর হত্যাযজ্ঞের প্রতিবাদে বৃহস্পতিবার মিয়ামনারের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান গ্রহণ করেছে যুক্তরাজ্য। মিয়ানমার সেনাবাহিনীর অর্থযোগানদাতা প্রতিষ্ঠান মিয়ানমার ইকোনমিক কর্পোরেশনের বিরুদ্ধে বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করেছে ব্রিটেন।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেত্রী অং সান সু চি সহ তার মন্ত্রিসভাকে আটক করে সেনাবাহিনী। সেই সঙ্গে দেশে জরুরি অবস্থা জারি করে। এরপর থেকে বিক্ষোভ দানা বেঁধে ওঠে মিয়ানমারজুড়ে।

x