ঢাকা, মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন
মুন্সীগঞ্জ সিরাজদিখানে কুকুরের কামড়ে আহত-১৭
Reporter Name

এম,এ কাইয়ুম মাইজভান্ডারি  (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সিগঞ্জের সিরাজদিখানের বিভিন্ন এলাকায় কুকুরের কামড়ে ১৭জন আহত হয়েছে।

শুক্রবার (২৮মে) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার ইছাপুরা ইউনিয়নের শাহ-আলম চৌধুরী (৬৯), আলেয়া(৭০) মালবদীয়ার সুদির মন্ডল (৫৫), কাজীরবাগের তায়েবা (৬), নারী-পুরুষ ও শিশু সহ উপজেলার বিভিন্ন এলাকার ১৭ জনকে কুকুরে কামড় দিয়ে আহত করে। আহতরা সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসা নিতে গেলে জরুরি বিভাগের  চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার মহাখালী থেকে ভ্যাকসিম নিতে বলেন।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আঞ্জুমান আরা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আমরা প্রাথমিক  চিকিৎসা দিয়েছি। আমদের এখানে ভ্যাকসিম না থাকার কারনে ঢাকার মহাখালী থেকে ভ্যাকসিম নিতে পরামর্শ দেই। উপজেলায় ইতিপূর্বে অসংখ্য লোক কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিতে এলে ভ্যাকসিম না থাকার কারনে আহতদের ঢাকার বিভিন্ন হাসপাতালে নিতে হয়েছে। এবিষয়ে স্বাস্থ্য কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি জানান আমাদের এখানে ভ্যাকসিম রাখার ব্যবস্থা না থাকার কারনে আমরা আহতদের ঢাকার মহাখালী থেকে ভ্যাকসিম নিতে পরামর্শ দিয়েছি।

x