ঢাকা, রবিবার ১২ মে ২০২৪, ১০:৫৯ অপরাহ্ন
ফুলবাড়ীতে সমলয়ে চাষাবাদ পদ্ধতি পরিদর্শন করলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব
Reporter Name

হেলাল উদ্দিন, ফুলবাউী কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২৮ মে শুক্রবার সকাল ১০ টায় সমলয়ে চাষাবাদকৃত বোরো ধানের নমুনা শস্য কর্তন, রাইস ট্রান্সপ্লান্ট যন্ত্রের মাধ্যমে আউশ ধানের চারা রোপন ও মাঠ দিবসে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেসবাহুল ইসলাম।

উপজেলার কাশিপুর ইউনিয়নের বেষ্টদেব গ্রামে ৫০ একর জমিতে এ প্রকল্প বাস্তবায়ন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

মাঠ দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আসাদুল্লাহ, রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক বিধু ভূষণ রায়, কুড়িগ্রামের উপ পরিচালক মন্জুরুল হক, উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস, কৃষি অফিসার মাহবুবুর রশীদ, কৃষি সম্প্রসারণ অফিসার সাবাব ফারহান, ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় প্রমূখ। এরপর সকাল সাড়ে ১১ টায় দাসিয়ারছড়ার কালিরহাটের ডি-সেট সেন্টারে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি প্রশিক্ষণ কর্মসূচি পরিদর্শন করেন অতিথিবৃন্দ।

সিনিয়র সচিব মেসবাহুল ইসলাম আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে অধিক উৎপাদন নিশ্চিত করতে কৃষকদের উৎসাহ প্রদান করেন। প্রতিটি জমিকে ৪ ফসলি করাসহ প্রতিখন্ড জমিতে বিভিন্ন ফসল চাষাবাদের প্রতি গুরুত্ব আরোপ করেন তিনি।

2 responses to “ফুলবাড়ীতে সমলয়ে চাষাবাদ পদ্ধতি পরিদর্শন করলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব”

  1. … [Trackback]

    […] Find More Info here to that Topic: doinikdak.com/news/19378 […]

  2. … [Trackback]

    […] Info on that Topic: doinikdak.com/news/19378 […]

Leave a Reply

Your email address will not be published.

x