তাপস কর,ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে অটোরিকশার সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে।একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে নান্দাইল চৌরাস্তার কাছে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার বাঁশহাটি গ্রামের বাবর আলীর ছেলে শাহাবুদ্দিন (৫০) ও একই এলাকার বাসিন্দা আব্দুল খালেক (৭০)।
এ ঘটনায় আহত হয়েছেন একই উপজেলার শিমুলতলা গ্রামের আবুল হাশেমের ছেলে মজিবুর রহমান (৩৫)। তারা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ জানান, নান্দাইল চৌরাস্তা থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি আঠারোবাড়ির দিকে যাচ্ছিল। এ সময় নেত্রকোনার কেন্দুয়া থেকে আসা একটি মাইক্রোবাস ওই অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল খালেক নিহত হন। গুরুতর অবস্থায় দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে শাহাবুদ্দিনকেও মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
এ ঘটনায় আহত মজিবুর রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলেও জানান ওসি।
… [Trackback]
[…] Info to that Topic: doinikdak.com/news/19349 […]
… [Trackback]
[…] Information to that Topic: doinikdak.com/news/19349 […]