ঢাকা, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ০২:৩৭ অপরাহ্ন
সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩ মৃত্যু, ৬০ আক্রান্ত
Reporter Name

সিলেটে করোনার সংক্রমণ থেমে নেই। বৃহস্পতিবারও (২৭ মে) দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় আরো ৩ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। নিহত তিন জনই সিলেট জেলার বাসিন্দা।

এ নিয়ে সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩৯৭ জনে। নিহতদের মধ্যে ৩১৯ জনই সিলেট জেলার, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের ৩০ জন করে এবং হবিগঞ্জ ১৮ জন।

সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিসংখ্যানবিদ মতিউর রহমান স্বাক্ষরিত প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬০ জনের ৪৯ জন সিলেট জেলার, ওসমানী মেডিক্যাল কলেজে হাসপাতালের ছয় জন, সুনামগঞ্জের তিন জন আক্রান্ত হয়েছেন।

তথ্য মতে, ২০২০ সালের ১০ মার্চ থেকে মঙ্গলবার (২৭) মে পর্যন্ত সিলেট বিভাগে ২২ হাজার ৩১৯ জন করোনা আক্রান্ত হন। এর মধ্যে সিলেট জেলায় ১৪ হাজার ৫৯২ জন, সুনামগঞ্জে দুই হাজার ৭৯৫ জন, হবিগঞ্জে দুই হাজার ৪৮৬ জন এবং মৌলভীবাজারে দুই হাজার ৪৪৬ জন।

আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন ২১ হাজার ৩৩ জন। তন্মধ্যে সিলেটে ১৩ হাজার ৯৪৯ জন, সুনামগঞ্জে দুই হাজার ৭২৪ জন, হবিগঞ্জের দুই হাজার ৪৫ জন এবং মৌলভীবাজারের দুই হাজার ১৫ জন। এছাড়া বিভাগের বিভিন্ন হাসপাতালে ২০৬ জন চিকিৎসাধীন রয়েছেন।

One response to “সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩ মৃত্যু, ৬০ আক্রান্ত”

  1. … [Trackback]

    […] Read More Information here on that Topic: doinikdak.com/news/19053 […]

Leave a Reply

Your email address will not be published.

x