ঢাকা, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ০৪:৪৫ অপরাহ্ন
নোয়াখালীর হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারের পানিতে লোকালয় প্লাবিত
Reporter Name

মোঃ বেল্লাল হোসেন নাঈম,স্টাফ রিপোর্টারঃ নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার নিন্মাঞ্চলের অনেক এলাকায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে পানিতে প্লাবিত হয়েছে । এছাড়া নিঝুমদ্বীপ ইউনিয়নের চারটি গ্রাম সম্পূর্ন ভাবে পানিতে তলিয়ে গেছে। মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া জোয়ারে এসব এলাকা প্লাবিত হয়।

ঘূর্ণিঝড়ের প্রভাবে হাতিয়ার চারপাশে নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩-৪ফুট পানি বৃদ্ধি পেয়েছে। এতে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ১নং ও ২নং ওয়ার্ডের তালুকদার গ্রামের বেড়ীর বাহিরে থাকা অংশ সম্পূর্ন জোয়ারের পানিতে তলিয়ে যায়।

এদিকে নিঝুমদ্বীপে বেড়ীবাঁধ না থাকায় অস্বাভাবিক জোয়ারে তলিয়ে গেছে চারটি গ্রাম । এর মধ্যে মোল্লা গ্রাম, মদিনা গ্রাম, বান্দাখালী গ্রাম ও মুন্সি গ্রাম ৩-৪ফুট পানির নিচে তুলিয়ে গেছে বলে জানান নিঝুমদ্বীপ ২নং ওয়ার্ডের ইউপি কেপায়েত উদ্দিন।

এদিকে হঠাৎ প্লাবিত হওয়া এসব এলাকার মানুষের দূর্ভোগ চরমে উঠেছে। জোয়ারের পানিতে ভেসে গেছে পুকুরের মাছ, গো খাদ্য ।

অনেক এলাকায় মানুষের কাচা ঘরবাড়িও ভেসে যেতে দেখা যায়।

এ ব্যাপারে হাতিয়া উপজেলা সিপিপি কর্মকর্তা বদিউজ্জামান বলেন, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব ও পুর্ণিমার প্রভাব এক হয়ে জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে।  রাতের জোয়ারে পানি আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে।

2 responses to “নোয়াখালীর হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারের পানিতে লোকালয় প্লাবিত”

  1. … [Trackback]

    […] Here you can find 57240 more Information to that Topic: doinikdak.com/news/18636 […]

  2. … [Trackback]

    […] There you can find 22817 more Information on that Topic: doinikdak.com/news/18636 […]

Leave a Reply

Your email address will not be published.

x