ঢাকা, মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ০৭:১৪ পূর্বাহ্ন
“ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায়” নোয়াখালীতে ৩৯৩টি সাইক্লোন শেল্টার প্রস্তুত
Reporter Name

মোঃ বেল্লাল হোসেন নাঈম,স্টাফ রিপোর্টারঃ নোয়াখালী জেলাতে আশ্রয়কেন্দ্র , দুর্যোগের আগে ও পরে চিকিৎসা সেবা নিশ্চিত করতে মেডিকেল টিম গঠন করা হয়েছে।

সোমবার ২৪মে বিকালে নোয়াখালী  জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ভার্চুয়াল সভা শেষে নোয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এ সময় জেলা-উপজেলা প্রশাসন, জেলা-থানা পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগের হটলাইন নম্বরগুলো ২৪ ঘণ্টা চালু থাকবে।

সভা শেষে নোয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম বলেন, প্রস্তুতির অংশ হিসেবে জেলার ৩৯৩টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। দুর্যোগের আগে ও পরে চিকিৎসাসেবা নিশ্চিত করতে ১০৯টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।

তিনি বলেন, দুর্যোগের সময় উপকূলীয় বাসিন্দাদের জন্য ৩০০ মেট্রিক টন চাল, নগদ দুই কোটি ৪৪ লাখ টাকা, শিশুখাদ্যের জন্য নয় লাখ টাকা ও গো-খাদ্যের জন্য নয় লাখ টাকা দেওয়া হয়েছে। এ ছাড়াও, ৩০০ মেট্রিক টন চাল ও ১৪ লাখ টাকা মজুত রাখা হয়েছে।

x