ঢাকা, রবিবার ১৯ মে ২০২৪, ০৯:৪৮ অপরাহ্ন
বড়লেখা উপজেলার বিশ্ব সড়ক নিরাপত্তা সপ্তাহ পালিত হয়েছে
Reporter Name

মৌলভীবাজার জেলা প্রতিনিধি: বড়লেখা উপজেলার বিশ্ব সড়ক নিরাপত্তা সপ্তাহ পালিত হয়েছে। রবিবার (২৩ই মে) দুপুর ১২ ঘটিকায় বড়লেখা পৌর শহরে নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলার উদ্যোগে ষষ্ঠ ইউএন গ্লোবাল রোড সেফটি উইক (১৭-২৩) উদযাপন উপলক্ষে এ কর্মসূচি পালন করা হয়।

জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষিত বিশ্ব সড়ক নিরাপত্তা সপ্তাহের এবারের মূল প্রতিপাদ্য ছিল জীবনের জন্য সড়ক, ভালোবাসি ৩০ কিলোমিটার।

নিরাপদ জীবনযাপনের  একটা সার্বক্ষণিক হুমকি সড়ক দুর্ঘটনা।

প্রায় প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে অসংখ্য মানুষ।

খবরের কাগজ খুললেই চোখে পড়ে সড়ক দুর্ঘটনার নিমর্ম খবর।

এ যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার।

দুর্ঘটনা মৃত্যুদূত হয়ে দাঁড়িয়ে আছে আমাদের দরজায়।

সকালবেলা বাড়ী থেকে সুস্থ দেহে কর্মক্ষেত্রের উদ্দেশ্য বের হলেও আমরা আবার সুস্থ দেহে বাড়ীতে ফিরতে পারব কি-না তা জানি না।

তাই এর মরণ ছোবল থেকে বাঁচার উপায় বের করা অত্যন্ত জরুরি।

সড়ক দুর্ঘটনার ফলে সবচেয়ে বড় যে ক্ষতিটি হচ্ছে মানবসম্পদের অবচয়।

এ ক্ষতি অপূরণীয়।

তারপরই রয়েছে অর্থনৈতিক ক্ষয়ক্ষতি।

সড়ক দুর্ঘটনার বহুবিধ কারণের অন্যতম হলো ——

* দক্ষ ও প্রশিক্ষণ ড্রাইভারের অভাব।

* রাস্তার তুলনায় পথচারী ও গাড়ির অধিক্য।

* নিরাপত্তা আইন ও ট্রাফিক আইনের প্রয়োগ না করা।

* অনিয়ন্ত্রিত ওভার টেকিং ইত্যাদি।

সড়ক দুর্ঘটনা বর্তমানে আমাদের সামাজিক সমস্যায় পরিণত হয়েছে।

মানুষ হয়ে পড়েছে নিরাপত্তাহীন।

প্রতিনিয়ত নষ্ট হচ্ছে মূলবান জীবন।

তাই দেশ, জাতি,সর্বোপরি দেশের মানুষের কল্যাণের জন্য এ সমস্যা থেকে উত্তরণের পথ খুঁজে বের করা প্রয়োজন।

সড়ক দুর্ঘটনা রোধে আমাদের যেসব পদক্ষেপ গ্রহণ করতে হবে তা হলো—-

* চালকের অবশ্যই প্রশিক্ষিত হতে হবে,

* ওভারটেকিং প্রতিযোগিতা থেকে চালকের বিরত থাকতে হবে,

* গাড়ি চলাচলের উপযুক্ত কি না তা পরীক্ষা  করে তারপর গাড়ির অনুমতি দিতে হবে

* ট্রাফিক আইনের যথাযথ প্রয়োগ করতে হবে,

* গাড়ির গতিসীমা নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনে সীমা লঙ্ঘনকারীদের শাস্তির বিধান বাস্তবায়ন করতে হবে,

* গাড়ি চালকএবং পথচারী উভয়কে সচেতন করতে হবে।

নিসচা বড়লেখা উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে  ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন নিসচা উপদেষ্টা সাংবাদিক সুলতান আহমদ খলিল, পৃষ্টপোষক মাস্টার জাকির হোসেন, ইউকে ফ্রেন্ডস ক্লাবের সভাপতি নাজিম উদ্দিন, নিসচা সহ সভাপতি মার্জানুল ইসলাম, সাধারণ সম্পাদক আমান হাসান,দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক রমা কান্ত দাস, সাংস্কৃতিক সম্পাদক অপুজিত দাস, কার্যনির্বাহী সদস্য এনাম উদ্দিন, নিরঞ্জন দেবনাথ নিলুসহ, শুভাকাঙ্ক্ষী সুপ্রিয়  প্রমূখ।

এ সময় বক্তব্য রাখেন , বড়লেখায় চলাচলকারী সব প্রকার যানবাহনের সর্ব্বোচ্চ গতিসীমা ৩০ কিলোমিটার করা হোক প্রতি ঘণ্টায়। সেইসঙ্গে পৌরশহরে পথযাত্রীদের চলাচলনের জন্য ফুটপাত নিশ্চিত করা হোক। দখল মুক্ত করা হোক সব সড়ক ও ফুটপাত।

তারা আরও বলেন, বেপরোয়া গতিতে গাড়ি চালানো ছাড়াও বিপজ্জনক ওভারটেকিং (পাল্লাপাল্লি), ফিটনেসবিহীন যানবাহন, অদক্ষ ও লাইসেন্সবিহীন চালক, বিরামহীনভাবে গাড়ি চালানো এবং আইনের যথাযথ প্রয়োগের অভাবে বাড়ছে দুর্ঘটনা। এছাড়া রয়েছে যাত্রী ও পথচারীদের অসতর্কতা, চলন্ত অবস্থায় মোবাইল ফোন ব্যবহার, সড়কে ফুটপাত না থাকা বা ফুটপাত বেদখলে থাকা এবং সড়কে ছোট যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। সময় হয়েছে বিশ্বমানের আধুনিক শহর গড়ার। একটি আধুনিক পরিবেশবান্ধব শহরের প্রধান আর্কষণ পরিকল্পিত নিরাপদ সড়ক ও পরিবহন ব্যবস্থা। যা এখনও আমরা সৃষ্টি করতে পারেনি। বেপরোয়া গতির জন্য প্রতিবছর শত শত প্রাণ হারাচ্ছে। সড়কের সব প্রকার দুর্নীতি-অনিয়ম বন্ধ করতে হবে। মানুষকে দুর্ঘটনামুক্ত নিরাপদে পথ চলার ব্যবস্থা করতে হবে।

2 responses to “বড়লেখা উপজেলার বিশ্ব সড়ক নিরাপত্তা সপ্তাহ পালিত হয়েছে”

  1. … [Trackback]

    […] Find More Info here to that Topic: doinikdak.com/news/18245 […]

  2. … [Trackback]

    […] Read More on that Topic: doinikdak.com/news/18245 […]

Leave a Reply

Your email address will not be published.

x