মোঃ শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইেেলর মধুপুরে একই গ্রামের পাশাপাশি বাড়ির ষষ্ঠ শ্রেণি পড়ুয়া দুই বান্ধবীর বিয়ে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক বান্ধবীর বিয়ে বন্ধ করে পৃথকভাবে বর ও কনের অভিভাবকের ৫০ হাজার করে এক লাখ টাকা অর্থদন্ড প্রদানের নির্দেশ দিয়েছেন। আদালতের এমন দন্ড ও মুচলেকা নিয়ে ছেড়ে দেয়ার ঘটনার খবর শুনে পাশের বাড়ির অপর বান্ধবীর বিয়ের বর কনেসহ দুই পক্ষের সংশ্লিষ্টরা মুহূর্তেই পালিয়ে যায়।
ঘটনাটি ঘটেছে রবিবার ( ২৩ মে) রাত ৮ টার দিকে মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের ভান্ডারগাতি গ্রামে।
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা ইয়াসমিন এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। পৃথক দুই মামলায় বর কনের অভিভাবককে এ অর্থদন্ড প্রদানের নির্দেশ দেন ভ্রাম্যমান আদালত। এ সময় সহকারি কমিশনার (ভূমি) এম.এ করিম উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার ভূমি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কনে (১২) ভান্ডারগাতি গ্রামের আনোয়ার ড্রাইভারের মেয়ে। অপরদিকে বর রাজু আহমেদ (২৫) একই উপজেলার আকাশী গ্রামের মুকছেদ আলীর ছেলে। তাদের বিয়ের আয়োজনের পাশাপাশি একই এলাকার পশ্চিম পাড়ার রিফুজি বাড়িতে ষষ্ঠ শ্রেণি পড়ুয়া কিশোরীর বিয়ের প্রস্তুতি চলছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) এবং পুলিশের অভিযানের কথা শুনে ওই দুই বিয়ে বাড়ির সবাই দ্রুত পালিয়ে যায়।