ঢাকা, মঙ্গলবার ১০ ডিসেম্বর ২০২৪, ০৮:২০ অপরাহ্ন
করোনা টিকা নিতে অনিচ্ছুক গ্রামবাসী নদীতে দিলেন ঝাঁপ
Reporter Name

করোনা টিকা নিতে অনিচ্ছুক গ্রামবাসী নদীতে দিলেন ঝাঁপ, ভারতের উত্তরপ্রদেশে করোনাভাইরাসের টিকা দিতে গিয়ে নাস্তানাবুদ হলেন স্বাস্থ্যকর্মীরা। টিকা দেওয়ার জন্য গ্রামবাসীদের সঙ্গে রীতিমতো ধরাধরি করতে হল তাদের। তাতেও মাত্র ১৪ জনকে টিকা দিতে পারলেন তারা। এমনকি টিকার হাত থেকে বাঁচতে সরযূ নদীতে ঝাঁপ দেন প্রায় ২০০ মানুষ।

রামনগর মহকুমার অন্তর্গত সিসৌরা গ্রামে শনিবার এই ঘটনা ঘটেছে। ওই দিন গ্রামবাসীদের টিকাকরণের জন্য স্বাস্থ্যকর্মীদের একটি দল সেখানে পৌঁছায়। তাদের গ্রামে ঢুকতে দেখে কার্যত হুলস্থুল পড়ে যায়। পরিস্থিতি বেগতিক দেখে এগিয়ে আসেন মহকুমা শাসক রাজীবকুমার শুক্লা। গ্রামবাসীদের টিকার গুরুত্ব বোঝানোর চেষ্টা করেন তিনি।

কিন্তু তাতে হিতে বিপরীত হয়। টিকা থেকে বাঁচতে দলে দলে গিয়ে সরযূ নদীতে ঝাঁপ দেন প্রায় ২০০ গ্রামবাসী। টিকা দিতে কার্যত তাদের পিছনে ছুটতে হয় স্বাস্থ্যকর্মীদের। তার পরেও মাত্র ১৪ জনকেই টিকা দিতে সক্ষম হন তারা।

স্থানীয় সূত্রে খবর, করোনার টিকা নিয়ে নানা গুজব ছড়িয়েছে মানুষের মধ্যে। তাতেই ভয় পেয়েছেন সকলে। প্রশাসনের পক্ষ থেকে ওই গ্রামবাসীর সঙ্গে কথা বলার চেষ্টা চলছে।

One response to “করোনা টিকা নিতে অনিচ্ছুক গ্রামবাসী নদীতে দিলেন ঝাঁপ”

  1. 꼴머니 says:

    … [Trackback]

    […] Information on that Topic: doinikdak.com/news/18173 […]

Leave a Reply

Your email address will not be published.