ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
অসুস্থ আলমগীর হোসেনকে সহযোগিতার করলো স্টার বাংলা পরিবার
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

হেলাল উদ্দিন ফুলবাড়ী কুড়িগ্রাম প্রতিনিধিঃ ২২/০৫/ ২০২১ ইং তারিখে স্টার বাংলা ২৪. কম অনলাইন পএিকা ও স্টার বাংলা আইপি টিভি সহ বিভিন্ন অনলাইন গনমাধ্যমে  আলমগীর হোসেনের সাহায‍্য সহযোগিতায় নিউজ প্রচার হলে থেমে থাকতে পারেনি তখনি ৫০০০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন স্টার বাংলা পরিবার ।

এ সময় উপস্থিত ছিলেন স্টার বাংলা আইপি টিভি  কুড়িগ্রাম  জেলা প্রতিনিধি রতি কান্ত রায় ও স্টার বাংলা আইপি ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি  হেলাল উদ্দিন,  learn news 24. com এর উপজেলা প্রতিনিধি মিলন হক। টাকা পেয়ে খুশি আলমগীর হোসেন এর পরিবার। টাকা পেয়ে আলমগীরে স্ত্রী মোছাঃ ফাতেমা বেগম বলেন আমারা খুব গরীব মানুষ আমার স্বামীর টাকার অভাবে ভাল চিকিৎসা করতে পারছিল না তখনি স্টার বাংলা  পরিবার আমাদের সাহায্য হাত বাড়িয়ে দেয় আমরা দোয়া করি আল্লাহ যেন  স্টার আইপি বাংলা পরিবার ও প্রতিনিধি দের সুস্থ ও ভাল রাখেন।

অসুস্থ আলমগীর হোসেন বলেন স্টার বাংলা আইপি টিভি পরিবার আমাকে চিকিৎসা করার জন্য টাকা প্রদান করে অনেক উপকার করছে আমি এখন এই টাকা দিয়ে  ভাল চিকিৎসা করবো। পল্লী চিকিৎসক মোঃ আব্দুস ছামাদ বলেন স্টার বাংলা আইপি টিভি পরিবার  আলমগীর হোসেন চাচাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন  তাই  আমার পক্ষ থেকে স্টার বাংলা আইপি টিভি ও স্টার বাংলা পরিবারকে অসংখ্য ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *