ঢাকা, মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ০৯:৩৭ পূর্বাহ্ন
চাটখিলে প্রবাসীর স্ত্রী’র আত্মহত্যা
Reporter Name

মোঃ বেল্লাল হোসেন নাঈম, স্টাফ রিপোর্টারঃ নোয়াখালী চাটখিল উপজেলা মোহাম্মদপুর ইউনিয়নে উওর মোহাম্মদপুর গ্রামে আবিদ মিয়া পাটোয়ারি প্রবাসি মোঃ ইয়াছিন (৩৫) এর স্ত্রী সারবিন সুলতানা (২৮) ঝুলন্ত মর দেহ উদ্ধার করেছে চাটখিল থানা পুলিশ।

মেয়েটির বাবার বাড়ি অত্র ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জষড়া পাঁচকড়ি পাটোয়ারী বাড়ির মোঃ সোলমানের মেয়ে।

প্রবাসী স্বামীর সাথে মুঠফোনে যোগাযোগ করতে চেষ্টা করেও যোগাযোগ করা  সম্ভাব হয়নি। এ বিষয় গৃহবধূ বাবার সাথে মুঠোফোন কল করলে তিনি রিসিভ করেন নি।

স্থানীয় সূএে জানা যায়, আজ শুক্রবার ২১মে দুপুর ৩ টার সময় স্বামীর বাড়িতে তার নিজ রুমে ঘরের আড়ার সঙ্গে গলায় উড়না পেঁচিয়ে ফাঁস দেয়। তার ছেলেরা দেখতে পেয়ে চিৎকার করে, বাড়ি লোকজন এসে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায়, পরে স্থানীয়রা থানায় জানান।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, এ বিষয় পরিবার কেউ এখনো অভিযোগ করেনি, মরদের ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে, ময়নাতদন্তের শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

x