ঢাকা, শুক্রবার ২৪ জানুয়ারী ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন
রোজিনাকে হেনস্থার প্রতিবাদে নোয়াখালীর চাটখিলে সাংবাদিকদের মানববন্ধন
Reporter Name

মোঃ বেল্লাল হোসেন নাঈম, স্টাফ রিপোর্টারঃ দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা এবং জেল নির্যাতনের প্রতিবাদে নোয়াখালীর চাটখিল উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।

বুধবার ১৯মে বিকেল ৩ টায় চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে সাধারন সম্পাদক কামরুল কাননের সঞ্চালনায় উপজেলার প্রধান সড়কে অনুষ্ঠিত এই  মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান বাবর, সহ সভাপতি ইয়াছিন চৌধুরী,সহ সভাপতি আনিছ আহমেদ হানিফ, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদ প্রমূখ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক আলা উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সিরাজুল ইসলাম হাছান, দপ্তর সম্পাদক আলী হোসেন হীরন, সাংবাদিক জহিরুল ইসলাম রানা, বেল্লাল হোসেন নাঈম,এম আর ফারুক,আবদুল মোতালেব, ফরিদ খান, মৃনাল কান্তি মজুমদার, ইসমাঈল হোসেন সজিব, সাইফুল হাসান অশ্রু,সাহেদ খান, অমলেশ ভট্টাচার্য পলাশ, বেলাল হোসেন।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন,  অনতিবিলম্বে প্রথম আলোর অনুসন্ধানী প্রতিবেদন সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সহ সংশ্লিষ্ট সকলকে আইনের আওতায় আনা,   দূর্নীতি দমন কমিশনের মাধ্যমে তাদের সম্পদের তদন্ত করা, বিচার বিভাগীয় তদন্ত কমিটির মাধ্যমে সঠিক তথ্য উপাত্ত বিশ্লেষণ করে রোজিনা ইসলামের মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবি জানান। মামলা ও জেলে থাকা সকল সাংবাদিকদের মুক্তির দাবি করেন।

 

x