মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলায় করোনা প্রতিরোধে সচেতনমুলক কর্মসুচিপালিত হয়েছে। সোমবার ১৭ মে ঠাকুরগাঁও জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ কর্মসুচি পালিত হয়।
কর্মসুচি অংশ হিসেবে শহরের চৌরাস্তা সহ কয়েকটি স্থানে পথসভা করেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা সহ সংশ্লিস্টরা। এ সময় পথচারি ও যানবাহনে চলাচলরত যাত্রীদের মাক্স পরিধান ও লিফলেট বিতরণ করে সচেতন করে।
পথসভায় সিভিল সার্জন ডাঃ মাহফুজার রহমান সরকার, শিশু বিশেষজ্ঞ ডাঃ শাহজাহান নেওয়াজ, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম, সদও উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো সহ বক্তারা বলেন, করোনা তৃতীয় ঢেউ মোকাবেলায় সকলকে সচেতনার সাথে চলাফেরার পাশাপাশি প্রত্যেককে মাক্স পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ প্রদান করেন। পরে ঠাকুরগাঁও জেলা শহরের বিভিন্নস্থানে পথসভায় যোগ দেন তারা