ঢাকা, রবিবার ০৬ অক্টোবর ২০২৪, ০২:১৪ অপরাহ্ন
ফুলপুরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
Reporter Name

তাপস কর,ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ শুক্রবার বিকেলে ময়মনসিংহ-ফুলপুর মহাসড়কের কাড়াহা (ইটালি রাইস মিল সংলগ্ন) স্থানে ইমাম পরিবহনের একটি বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী দুজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছে।

নিহতরা হলো- তারাকান্দা উপজেলার ধলীরকান্দা গ্রামের আবুল কাশেম মেম্বারের ছেলে সৌরভ (১৩), কামারিযা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে সজীব (১২)।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন এক আত্মীয়ের বাড়ি থেকে তারাকান্দা ফেরার পথে হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের বেপরোয়া বাসটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে দুই যুবক ঘটনাস্থলেই মারা যায়। মোটরসাইকেল চালককে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিক‍্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী জানান, এ ঘটনায় বাসসহ চালক পালিয়ে যায়। দুঘটনার এঈ সংবাটি এলাকায় পৌছলে এলাকা বাসির মাঝে শোকের ছায়া নেমে আসে।

One response to “ফুলপুরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত”

  1. … [Trackback]

    […] Find More Information here on that Topic: doinikdak.com/news/15967 […]

Leave a Reply

Your email address will not be published.