সাইফুল ইসলাম মৌলভীবাজার প্রতিনিধিঃ ফিলিস্তিনে মুসলমানদের হত্যা ও আল আকসা মসজিদে হামলার প্রতিবাদে খেলাফত মজলিস বড়লেখা উপজেলার কেন্দ্রীয় কর্মসূচীর অংশ-হিসেবে খেলাফত মজলিস বড়লেখা মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে
আজ ১৬ মে ২০২১ দুপুর ২ টায় এসময় মানববন্ধনে খেলাফত মজলিস বড়লেখা উপজেলা সভাপতি কাজী মাওলানা এনামুল হকের সভাপতিত্বে , বক্তব্য রাখেন উপজেলা সহ-সাধারণ সম্পাদক ফয়ছল আলম,উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান, উপজেলা দাওয়াত বিষয়ক সম্পাদক মাওলানা আবুল হাসান হাদী, ইসলামী ছাত্র মজলিস বড়লেখা উপজেলা সভাপতি আব্দুল্লাহ আল নোমান, খেলাফত মজলিস মাওলানা শিহাব উদ্দিন শিবলী,উপজেলা সাংগঠনিক সম্পাদক মনসুর আহমদ, সমাজকল্যাণ সম্পাদক সেলিম উদ্দিন, মাওলানা জাহেদ আহমদ, জুনাইদ আহমদ, লাবিব সিদ্দিকিসহ খেলাফত মজলিস মক্কা মহানগরীর সাংগঠনিক সম্পাদক মাওলানা কাওছার আহমদের প্রমুখ। নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।