শাহাদাত হােসেন কােম্পানীগঞ্জ (নােয়াখালী) প্রতিনিধঃ নােয়াখালী কােম্পানীগঞ্জে ঈদের বড় জামাত পরিহার করে গত দুই ঈদের মতন মসজিদে পবিত্র ঈদুল ফিতরে নামাজ আদায় করেন। মুসলিমদের
বড় উৎসবের মধ্যে পবিত্র ঈদুল ফিতর হচ্ছে অন্যতম, করােনা মহামারি ভাইরাসের কারনে মসজিদে প্রবেশ মুখে জীবাণুনাশ স্প্রে, মাস্ক ব্যবহার ও স্বাস্থবিধি মেনে ঈদের জামাত অনুষ্ঠিত হয়,কােম্পানীগঞ্জ শতবৎসরের পুরােনাে মসজিদ আশেক ভূঁইয়া জামে মসজিদ। মসজিদে কমিটির সভাপতি সরকারের স্বাস্থবিধি ব্যাপারে মুসল্লিদেরকে অবগত করেন ও করােনা ভাইরাস প্রাদুর্ভাব থেকে বাংলাদেশসহ সারাবিশ্বকে করােনা ভাইরাস থেকে হেফাজত করে, সেজন্য মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেন,মুসল্লিরা আমিন আমিন ধ্বনিতে মসজিদ প্রাঙ্গণ মুখরিত হয়।
মুসল্লিরা ঈদের জামাত শেষ করে কােলাকুলি ও করমর্দন না করে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেন।