ঢাকা, মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন
রাজারহাটের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন অধ্যক্ষ আজাদ
Reporter Name
রাজারহাটের সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ

হীমেল মিত্র অপু স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রাজারহাট উপজেলার সর্বস্তরের জনগণকে ঈদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন রাজারহাট উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তিনি এ শুভেচ্ছা জানান। তিনি জানান রাজারহাট  উপজেলা বাসীর সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, পবিত্র ঈদ উল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে এলো খুসির ঈদ। সব ভেদাভেদ ভুলে সকলের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক। ঈদ হোক কল্যাণের, ঈদ হোক সৌহার্দ্য ও সম্প্রীতির।

তিনি আরও বলেন গতবারের ন্যায় এবারও করোনা পরিস্থিতিতে পালিত হতে যাচ্ছে ঈদ উল ফিতর। ঈদে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ঈদের আনন্দ ভাগাভাগি করতে হবে। সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে ঈদ উদযাপন করতে গিয়ে পরে যেন আবার আফসোস না করতে হয়। স্বাস্থ্যবিধি মেনে চলার মধ্যদিয়ে সকলের ঈদ নিরাপদে কাটুক। সকলের সচেতনতায় এবারের ঈদ হোক মহামারি থেকে মুক্তির ঈদ। রমজানের শেষের দিনে উপজেলাবাসীকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।

x