ঢাকা, শুক্রবার ১১ অক্টোবর ২০২৪, ১১:৫৮ অপরাহ্ন
গত ভারতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৪১২০, শনাক্ত ৩ লাখ ৬২ হাজার ৭২৭
Reporter Name

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও চার হাজার ১২০ জন। করোনায় এ পর্যন্ত ভারতে মারা গেছেন দুই লাখ ৫৮ হাজার ৩১৭ জন।

একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও তিন লাখ ৬২ হাজার ৭২৭ জনকে শনাক্ত করা হয়েছে। দেশটিতে মোট শনাক্ত হয়েছেন দুই কোটি ৩৭ লাখ তিন হাজার ৬৬৫ জন। সংক্রমণের দিক থেকে বিশ্বের মধ্যে ভারতের অবস্থান বর্তমানে দ্বিতীয়তে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও তিন লাখ ৫২ হাজার ১৮১ জন। মোট সুস্থ হয়েছেন এক কোটি ৯৭ লাখ ৩৪ হাজার ৮২৩ জন। আজ বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। এরপর রয়েছে কর্ণাটক, কেরালা, উত্তর প্রদেশ, তামিলনাড়ু, দিল্লি, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড় ও রাজস্থান।

গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে শনাক্ত হয়েছেন ৪৬ হাজার ৭৮১ জন।

ভারতে মোট শনাক্ত দুই কোটি ৩৭ লাখ তিন হাজার ৬৬৫ জনের মধ্যে বর্তমানে আক্রান্ত রয়েছেন ৩৭ লাখ ১০ হাজার ৫২৫ জন। ভারতে এখন পর্যন্ত প্রায় ১৮ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে এনডিটিভির প্রতিবেদনে।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে আরটি-পিসিআর ও অ্যান্টিজেন পদ্ধতিতে ১৮ লাখ ৬৪ হাজার ৫৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ৩০ কোটি ৯৪ লাখ ৪৮ হাজার ৫৮৫টি নমুনা।

পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ভারতের মোট জনসংখ্যা ১৩৯ কোটির বেশি। সেখানে প্রতি ১০ লাখ মানুষের মধ্যে গড়ে দুই লাখ ২১ হাজার ১৬টি নমুনা পরীক্ষা করা হয়। আর বাংলাদেশে জনসংখ্যা ১৬ কোটি ৬০ লাখের বেশি। এখানে প্রতি ১০ লাখ মানুষের মধ্যে গড়ে ৩৪ হাজার ১৭৯টি নমুনা পরীক্ষা করা হয়।

উল্লেখ্য, গত বছরের ৩০ জানুয়ারি ভারতে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সংক্রমণের দিক থেকে বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান দুই নম্বরে। ভারতের আগে রয়েছে যুক্তরাষ্ট্র ও পরে ব্রাজিল।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬ কোটি এক লাখ ৮৮ হাজার ৪৪১ জন এবং মারা গেছেন ৩৩ লাখ ৪৫ হাজার ১৪৯ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১৩ কোটি ৮৮ লাখ ৬৯ হাজার ১৪৮ জন।

7 responses to “গত ভারতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৪১২০, শনাক্ত ৩ লাখ ৬২ হাজার ৭২৭”

  1. … [Trackback]

    […] Read More on on that Topic: doinikdak.com/news/15327 […]

  2. … [Trackback]

    […] There you can find 49912 more Info to that Topic: doinikdak.com/news/15327 […]

  3. etax says:

    … [Trackback]

    […] Find More on on that Topic: doinikdak.com/news/15327 […]

  4. … [Trackback]

    […] Info on that Topic: doinikdak.com/news/15327 […]

  5. … [Trackback]

    […] Here you will find 85137 more Info to that Topic: doinikdak.com/news/15327 […]

  6. dk7 says:

    … [Trackback]

    […] Find More here on that Topic: doinikdak.com/news/15327 […]

  7. … [Trackback]

    […] Information on that Topic: doinikdak.com/news/15327 […]

Leave a Reply

Your email address will not be published.