শাহাদাত হোসেন , কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধিঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার সাংবাদিকদের ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
গত বছর ২০২০ সালের মার্চ মাস থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়া মহামারী করোনার প্রভাবে সব শ্রেণী পেশার মানুষের মত সংবাদ কর্মীরাও আর্থিক ভাবে কোনঠাসা হয়ে পড়ে।
চলতি বছর ২০২১ এর শুরু থেকে আবারও করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে সারা দেশে ধাপে ধাপে লক ডাউন চলতে থাকে। তারই ধারা বাহিকতায় এবার লকডাউন, রমজান,ও ঈদুল ফিতর উপলক্ষে সাংবাদিকদের মহতি পেশায় উৎসাহ দানে সহযোগীতার অংশ হিসেবে বুধবার (১২ই মে) বিকাল ৫ টার সময় কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিয়াউল হক মীর তাঁর উপজেলা কার্যালয়ে সাংবাদিকদের এ ঈদ উপহার বিতরণ করেন।
এ সময় কোম্পানীগঞ্জ উপজেলায় সংবাদ কর্মী হিসেবে নিয়োজিত সকল স্তরের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।