ঢাকা, শনিবার ১২ অক্টোবর ২০২৪, ০৬:৫৭ অপরাহ্ন
ময়মনসিংহের ভালুকায় মুন্সি ডেকে বিয়ে করায়-করা হয় ধর্ষণ মামলা
Reporter Name

তাপস কর,ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় মুন্সি ডেকে বিয়ে করায় করা হয় ধর্ষণ মামলা। কাবিনমূলে বিয়ের প্রলোভনে দেখিয়ে এক পোশাককর্মীকে ধর্ষণের অভিযোগ ওঠেছে। এই ঘটনায় মঙ্গলবার রাতে ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নির্যাতনের শিকার ওই পোশাককর্মী বাদী হয়ে মামলাটি করে। মামলায় উপজেলা বাদে পুরুড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. রাকিব মিয়াকে (২৩) আসামি করা হয়েছে।

এদিকে, মামলার পরপরই থানা পুলিশ অভিযান চালিয়ে মামলার আসামি মো. রাকিব মিয়াকে গ্রেপ্তার করে। আজ বুধবার  তাকে আদালতে পাঠানো হয়েছে। থানা পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গাজীপুর শ্রীপুরের নিজ মাওনা এলাকার ওই পোশাককর্মী ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের সিডস্টোর এলাকার জনৈক জসীম উদ্দিনের বাসায় ভাড়ায় বসবাস করে স্থানীয় ক্রিস্টাল মার্টিন নামের একটি কারখানায় কাজ করেন। প্রায় চার বছর আগে মো. রাকিব মিয়ার সঙ্গে তার পরিচয় হয়। সে সুবাদে মো. রাকিব মিয়া প্রেম নিবেদন করে ওই পোশাককর্মীকে। একপর্যায়ে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং প্রায় দুই বছর আগে মো. রাকিব মিয়া গোপনে বিয়ের প্রস্তাব দিয়ে ওই পোশাককর্মীকে নিজের বাড়িতে নিয়ে স্থানীয় মুন্সি ডেকে বিয়ে করেন। এরপর থেকে তারা স্বামী-স্ত্রী পরিচয় ওই পোশাককর্মীর ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

এদিকে, ওই পেশাককর্মী তাদের বিয়ে রেজিস্ট্রি কাবিন করে তাকে বাড়িতে উঠিয়ে নেওয়ার জন্যে বললে মো. রাকিব মিয়া নানান অজুহাতে টালবাহানা শুরু করেন। এমতাবস্থায় সোমবার রাতে মো. রাকিব মিয়া রেজিস্ট্রি কাবিনমূলে বিয়ের প্রলোভনে ওই নারীকে নিজ বাড়ির শয়ন কক্ষে নিয়ে তার ইচ্ছের বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে এবং রেজিস্ট্রি কাবিনমূলে বিয়ে করবে না বলে সাফ জানিয়ে দেন।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদুল ইসলাম জানান, ওই ঘটনায় মামলা নেওয়া হয়েছে এবং আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

6 responses to “ময়মনসিংহের ভালুকায় মুন্সি ডেকে বিয়ে করায়-করা হয় ধর্ষণ মামলা”

  1. … [Trackback]

    […] Read More to that Topic: doinikdak.com/news/15229 […]

  2. … [Trackback]

    […] There you can find 67235 more Info to that Topic: doinikdak.com/news/15229 […]

  3. fake news says:

    … [Trackback]

    […] Read More to that Topic: doinikdak.com/news/15229 […]

  4. sex 2024 says:

    … [Trackback]

    […] Here you can find 8842 more Info on that Topic: doinikdak.com/news/15229 […]

  5. OBENGBET says:

    … [Trackback]

    […] Find More Info here on that Topic: doinikdak.com/news/15229 […]

  6. … [Trackback]

    […] Read More Information here to that Topic: doinikdak.com/news/15229 […]

Leave a Reply

Your email address will not be published.