ঢাকা, শনিবার ০৮ মার্চ ২০২৫, ০১:৩৮ অপরাহ্ন
ইসরায়েলকে কঠিন শিক্ষা দিতে হবে: তুরস্কের প্রেসিডেন্ট
Reporter Name

ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে ক্ষোভ ঝাড়লেন তার্কিশ প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। দুই দেশের মধ্যকার চলমান সংঘাত চরম মাত্রা ধারণ করায় এ বিষয়ে টেলিফোনে কথা বলেছেন এরদোয়ান ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বুধবার (১২ মে) তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে বলে জানায় ডেইলি সাবাহ।

ফোনালাপে ইসরায়েলি হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তার্কিশ প্রেসিডেন্ট। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই ইসরায়েলকে থামাতে হবে এবং কঠিন শিক্ষা দিতে হবে।

‘ফিলিস্তিন ইস্যুতে উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আগেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ জরুরি এবং পরিষদকে অবশ্যই ইসরায়েলের বিষয়ে পরিষ্কার ও সিদ্ধান্তমূলক বিবৃতি দিতে হবে। ’

ফিলিস্তিনিদের রক্ষায় ওই অঞ্চলে আন্তর্জাতিক শান্তিরক্ষী পাঠানোর আহবানও জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট।

x