ঢাকা, মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন
অসহায় দের ঈদ উপহার দান করলো চর চ্যারিটি ফর চেইন্জ, কুড়িগ্রাম
Reporter Name

হীল মিত্রমে অপু, স্টাফ রিপোর্টার: বর্তমান অবস্থায় দেশে বৃহৎ আকারে করোনার সংক্রমণ ছড়িয়েছে,আর সরকার ঘোষিত  লকডাউনে উত্তরাঞ্চলের বিভিন্ন কর্ম বন্ধ থাকায় নিম্ন আয়ের সুবিধাবঞ্চিত মানুষের দুর্ভোগ দেখা দিয়েছে।

(১২ মে ) বুধবার গভীর রাতের আধারে বাড়ি বাড়ি গিয়ে দরজায় কড়া নেড়ে অসহায় হত দরিদ্রের মাঝে পৌছে দিলো সিথ্রি ঈদ উপহার আনন্দ প্যাক মানবিক সংগঠন চর চ্যারিটি ফর চেইন্জ।

তখন তাদের মুখে যে হাসি আর আনন্দ তাদের চেহারায় প্রকাশ পাচ্ছিল। যখন ফিরোজা বানু নামের এক বৃদ্ধা মায়ের হাতে সিথ্রি এর বস্ত্র (শাড়ি) হাতে তুলে দিলো তখন তিনি আবেগে আপ্লুত হয়ে তাদের জড়িয়ে ধরে কেঁদে ফেললেন।

তিনি নাকি গত দুই ঈদ থেকে কোন নতুন শাড়ি পরতে পারেননি। চর চ্যারিটি ফর চেইন্জ এর সকল সদস্য রা মানবতার ফেরিওয়ালা ন্যায় নিষ্ঠাবান যোগ্য রপুরের মেট্রোলিটন পুলিশ কমিশনার মেহেদুল করিম স্যার কে ধন্যবাদ জানান।

তার দৃঢ় ও বলিষ্ট নেতৃত্বে এত সুন্দর প্রোগ্রামের মাধ্যমে খেটে খাওয়া হত দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার প্যাক পৌছে দিতে পারলো মাধ্যমে চর চ্যারিটি ফর চেইন্জ,কুড়িগ্রাম।

সংগঠনটি অসহায় হত দরিদ্রদের পাশে অতীতে ছিলো,বর্তমানে আছে এবং ভবিষ্যতে থাকবে বলে জানান।

x