ঢাকা, শনিবার ২২ মার্চ ২০২৫, ০২:৩৫ পূর্বাহ্ন
ভারতে একদিনে ৪২০৫ জনের মৃত্যুর নতুন রেকর্ড
Reporter Name

মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত ভারতে মৃত্যুর মিছিল ক্রমশ দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যুর পরিসংখ্যান ভেঙে ফেলেছে অতীতের সব রেকর্ড। একদিনে মৃত্যু হয়েছে চার হাজার ২০৫ জনের। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। এর আগে গত ৭ মে সর্বোচ্চ চার হাজার ১৮৭ জনের মৃত্যু হয়।

আজ বুধবার (১২ মে) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ‌্য জানানো হয়েছে।

খবরে বলা হয়, গত সপ্তাহে ভারতে করোনা সংক্রমণ সর্বোচ্চ চূড়ায় পৌঁছায়। তবে গত ২ দিনে শনাক্তের হার কিছুটা কমেছে। নতুন করে দেশটিতে ৩ লাখ ৪৮ হাজার ৩৭১ জনের করোনা রোগী শনাক্ত হয়েছে। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৩ লাখ ২৯ হাজার ৯৪২ জনের।

x