তাপস কর,ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে জামিন পেয়েছেন সাংবাদিক-কলামিস্ট খাইরুল আলম রফিক। অবশেষে জামিনে মুক্তি পেলেন সাংবাদিক-কলামিস্ট, মানবাধিকার কর্মী ও বনেকে`র সভাপতি খাইরুল আলম রফিক।
দীর্ঘ দুই মাসের অধিক সময় কারাবাস শেষে, অবশেষে জামিনে মুক্তি পেলেন এই গুনি সাংবাদিক। করোনা মহামারিতে কোর্টের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকলেও বিশেষ মামলার ক্ষেত্রে ভার্চুয়াল কোর্ট চালু রাখার সিদ্ধান্ত নেয় সরকার। ভার্চুয়াল কোর্টের বিশেষ অধিবেশনের মাধ্যমে তাকে জামিন প্রদান করেন বিজ্ঞ আদালত।
আজ মঙ্গলবার বিকালে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের মূল ফটক হতে বের হয়ে আসেন রফিক। কারাগার থেকে বের হওয়া মাত্র স্ত্রী-পুত্র, পরিজন, সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে জেলগেটে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় হয়।