ঢাকা, রবিবার ১৯ মে ২০২৪, ০২:২৬ অপরাহ্ন
করোনা রোগীর শেষকৃত্য থেকে ফিরে পরপর ২১ জনের মৃত্যু
Reporter Name

করোনাভাইরাসে আক্রান্ত রোগীর শেষকৃত্য থেকে ফিরে পরপর ২১ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে ভারতের রাজস্থান প্রদেশে। প্রদেশটির শিকার জেলার খিরবা গ্রামে সম্প্রতি এমন ঘটনা ঘটেছে বলে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে।

খবরে বলা হয়, করোনায় আক্রান্ত হয়ে ওই এলাকার একজনের মৃত্যু হলে গত ২১ এপ্রিল তার দেহ প্লাস্টিকে মুড়ে ফিরিয়ে আনা হয়। সে সময় করোনার বিধিনিষেধ তোয়াক্কা না করেই শেষকৃত্যে জড়ো হন গ্রামের অনেক মানুষ। শেষকৃত্যে প্রায় ১৫০ জন অংশগ্রহণ করেছিলেন। মরদেহ স্পর্শও করেন অনেকে।

এরপর থেকেই ৫ মে পর্যন্ত শেষকৃত্যে অংশ নেয়া মানুষের মধ্যে নিয়মিতভাবে ২১ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে কত জন সংক্রমিত হয়েছিলেন, তা নিয়ে যদিও সন্দেহ রয়েছে।

স্থানীয় প্রশাসন বলছে, মৃতদের মধ্যে চারজনের দেহে করোনা ধরা পড়েছিল। সংক্রমিত হয়েই বাকিদের মৃত্যু হয়েছে কিনা, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

মৃতদের পরিবার ও স্বজন মিলিয়ে ১৪৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানানো হয়েছে। তাদের পরীক্ষার ফলাফল পাওয়া গেলেই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

2 responses to “করোনা রোগীর শেষকৃত্য থেকে ফিরে পরপর ২১ জনের মৃত্যু”

  1. … [Trackback]

    […] Find More to that Topic: doinikdak.com/news/14618 […]

  2. … [Trackback]

    […] Info on that Topic: doinikdak.com/news/14618 […]

Leave a Reply

Your email address will not be published.

x