মোঃ বেল্লাল হোসেন নাঈম, স্টাফ রিপোর্টারঃ নোয়াখালী জেলা শাখার জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৮মে বিকেলে সোনাইমুড়ী উপজেলার জয়াগ জিসপ এর কেন্দ্রীয় কমিটির সভাপতির বাড়িতে এ দোয়া মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জিসপ নোয়াখালী জেলা আহবায়ক এডভোকেট এম খলিলুর রহমানের সভাপতিত্বে জিসপ জেলা যুগ্ন আহ্বায়ক মোঃ বেল্লাল হোসেন নাঈমের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জিসপ নোয়াখালী জেলা সদস্য সচিব সাংবাদিক মোঃ খোরশেদ আলম শিকদার, জেলা বিএনপির সদস্য হেলাল উদ্দিন টুলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, জেলা জিসপ’র যুগ্ন আহ্বায়ক সাবেক ছাত্রনেতা হুমায়ূন কবির, বৃহত্তম সোনাইমুড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি জহিরুল ইসলাম রানা চৌধুরী, জিসপ যুগ্ন আহ্বায়ক আব্দুল মান্নান ভূঁইয়া, জিসপ যুগ্ন আহ্বায়ক এডঃ গোলাম রাব্বানী প্রমূখ।
দোয়া মিলাদ মাহফিল ও আলোচনা সভা আরো উপস্থিত ছিলেন, জিসপ যুগ্ন আহ্বায়ক জানে আলম সোহেল, উপজেলা বিএনপির সদস্য হাফিজ আহমদ, উপজেলা বিএনপির সদস্য সালেহ আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নূরুল বাহার, হারুনুর রশিদ সাবেক মেম্বার, মফিজুর রহমান সাবেক মেম্বার, বাবুল হোসেন, সোহেল রানা, আবু বকর সিদ্দিকসহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ও বাংলাদেশ সহ বিশ্ব উম্মার শান্তি ও কল্যাণের জন্য বিশেষ দোয়া ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।