ঢাকা, রবিবার ১০ নভেম্বর ২০২৪, ০৬:২০ অপরাহ্ন
চিনির জল আর মৌমাছি দিয়েই বোঝা যাবে করোনা হয়েছে কি না
Reporter Name

কোভিড ১৯-এর পরীক্ষার নতুন এক উপায় বার করলেন বিজ্ঞানীরা। কারও করোনা সংক্রমণ হয়েছে কি না তা জানতে আর অপেক্ষা করতে হবে না, নমুনা সংগ্রহের প্রায় সঙ্গে সঙ্গেই পরীক্ষার ফল জানা যাবে! এমনই দাবি করছেন নেদারল্যান্ডসের এক দল গবেষক।

তাঁদের দাবি, রান্নাঘরের অন্যতম উপকরণ চিনি এবং মৌমাছি- এই দু’টি দিয়েই চালানো যাবে পরীক্ষা। কী ভাবে?

পরীক্ষার জন্য গবেষকরা বিজ্ঞানী প্যাভলভের নীতি অনুসরণ করেছেন। তাঁরা ১৫০ মৌমাছিকে রীতিমতো এর জন্য প্রশিক্ষণ দিয়েছেন। মৌমাছিদের ঘ্রাণশক্তি প্রবল। এটাকেই কাজে লাগিয়েছেন তাঁরা। কোভিড পজিটিভ এবং কোভিড নেগেটিভ ব্যক্তিদের থেকে প্রথমে লালারসের নমুনা সংগ্রহ করেন তাঁরা। প্রতি বার ওই মৌমাছিদের কোভিড পজিটিভ ব্যক্তির থেকে সংগৃহীত নমুনার সংস্পর্শে এনেই তাদের চিনির জল খেতে দেওয়া হয়। একই ভাবে কোভিড নেগেটিভ ব্যক্তির থেকে সংগৃহীত নমুনার সংস্পর্শে নিয়ে আসার হলেও মৌমাছিদের সামনে মিষ্টি জল রাখা হয়নি।

বার বার একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় মৌমাছিগুলির মধ্যে প্যাভলভের নীতি অনুসারে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া দেখা যায়। কোভিড পজিটিভ নমুনার সংস্পর্শে আসামাত্রই তারা মিষ্টি জল খাওয়ার জন্য প্রবোসিস (মৌমাছিদের জিভ) বার করতে শুরু করে।

3 responses to “চিনির জল আর মৌমাছি দিয়েই বোঝা যাবে করোনা হয়েছে কি না”

  1. … [Trackback]

    […] Find More Information here on that Topic: doinikdak.com/news/14216 […]

  2. … [Trackback]

    […] There you will find 38504 more Information to that Topic: doinikdak.com/news/14216 […]

  3. chatroom says:

    … [Trackback]

    […] Read More on that Topic: doinikdak.com/news/14216 […]

Leave a Reply

Your email address will not be published.