ঢাকা, রবিবার ১০ নভেম্বর ২০২৪, ০৫:৫১ পূর্বাহ্ন
এভারেস্টে জাল ছড়িয়েছে করোনা, আক্রান্ত বেশ কিছু পর্বতারোহী
Reporter Name

এভারেস্ট বেস ক্যাম্পেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এপ্রিল মাসে প্রথমবার বেস ক্যম্পে এক বিদেশি পর্বতারোহীর শরীরে করোনা সংক্রমণের খবর পাওয়া যায়। বর্তমানে নেপাল সরকার জানাচ্ছে, বেস ক্যাম্পে ৪ জনের শরীরে করোনা ভাইরাস সংক্রমণের প্রমাণ মিলেছে। যদিও বেসরকারি মতে সেই সংখ্যাটি ৩০।

২০২০ সালে এভারেস্টে ওঠার অনুমতি দেওয়া হয়নি, সেই কারণেই এ বছর রেকর্ড সংখ্যক পর্বতারোহীকে অভিযানের অনুমতি দেয় নেপাল সরকার। কিন্তু এ বারের অভিযান শুরু হওয়ার পর থেকেই একের পর এক করোনা আক্রান্তের খবর আসতে থাকে। পোল্যান্ডের পর্বতারোহী পল মাইকেলস্কি একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে লিখেছেন, ‘এখনও পর্যন্ত ৩০ জনকে উদ্ধার করে কাটমান্ডু নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক ভাবে তাঁদের ফুসফুসের সমস্যা ছিল। পরে করোনা সংক্রমণ ধরা পড়ে’।

বেস ক্যাম্প ছাড়ার পরে পর্বতারোহী রোজিতা অধিকারীর শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে। তিনি জানিয়েছেন, নেপাল সরকার এখনও করোনা সংক্রমণের ঘটনা অস্বীকার করছে। বেস ক্যাম্পে অনেকের শরীরেই যে করোনা সংক্রমিত হয়েছে, তার প্রমাণ রয়েছে। এর পরেও সরকার কেন সত্যিটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে?

নেপালে শেষ কয়েকদিনে অনেকটাই সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। দৈনিক আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৭০০ ছুঁয়েছে। তবু নেপালের অর্থনীতিকে চাঙ্গা রাখতে পর্যটন শিল্পে কোনও কড়া নিয়ন্ত্রণ আরোপ করেনি নেপাল সরকার। এক বছর এভারেস্ট অভিযান বন্ধ থাকায় নেপাল সরকারের বিপুল ক্ষতির মুখে পড়তে হয়েছিল। এ বারে সেই আয়ের রাস্তা খোলা রাখতে গিয়ে সংক্রমণ বাড়ছে, তাই প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবে।

5 responses to “এভারেস্টে জাল ছড়িয়েছে করোনা, আক্রান্ত বেশ কিছু পর্বতারোহী”

  1. bk8 says:

    … [Trackback]

    […] There you will find 8735 additional Information to that Topic: doinikdak.com/news/13950 […]

  2. … [Trackback]

    […] Find More to that Topic: doinikdak.com/news/13950 […]

  3. … [Trackback]

    […] Info on that Topic: doinikdak.com/news/13950 […]

  4. reference says:

    … [Trackback]

    […] Read More Information here on that Topic: doinikdak.com/news/13950 […]

  5. xhxhgkt says:

    … [Trackback]

    […] Here you will find 53582 additional Information on that Topic: doinikdak.com/news/13950 […]

Leave a Reply

Your email address will not be published.