ঢাকা, মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন
চাটখিলে উদ্দীপ্ত তরুণ সংঘের উদ্যোগে ঈদ উপহার সামগ্রীর বিতরণ
Reporter Name

মোঃ বেল্লাল হোসেন নাঈম,স্টাফ রিপোর্টারঃ নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের হীরাপুর ও নিশ্চিন্তপুরের তরুণ এবং  প্রবাসী যুবকদের উদ্যোগে ঈদ উপহার সামগ্রীর বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ৬মে বিকেলে নবাগত সংগঠন “উদ্দীপ্ত তরুণ সংঘ” এর পক্ষ থেকে হীরাপুর ও নিশ্চিন্তপুরের প্রায় ১০০ পরিবারের মাঝে ঈদ উপহার দেওয়া হয়েছে। উপহার সামগ্রীর প্যাকেটে ছিলো,

৩ প্যাকেট লাচ্ছি সেমাই, ২ প্যাকেট বাংলা সেমাই, ১ প্যাকেট নুডলস, ১ লিটার তেল, ১ কেজি চিনি, ১ কোটা দুধ,১০০ গ্রাম বাদাম, ৫০ গ্রাম কিসমিস।

সংগঠনের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায় তাদের কোন সভাপতি বা সাধারণ সম্পাদক নেই। তারা সবাই মিলেমিশে কাজ করে।

সংগঠনের পক্ষে শামীম হোসেন বলেন, আমাদের মধ্যে কোন সভাপতি, সাধারণ সম্পাদক নেই। সবাই নেতা, আবার সবাই কর্মী। এটি হীরাপুর ও নিশ্চিন্তপুরের তরুণ দের উদ্যোগে গঠিত হয়েছে। আর এতে আর্থিকভাবে সহযোগিতা করেছেন এই দুই এলাকার যুবকেরা। কেউ অর্থ দিয়ে, কেউ শ্রম দিয়ে কার্যক্রম এগিয়ে নিয়ে গেছেন।”

দায়িত্বশীল আবদুল মন্নান রাজু বলেন, “হীরাপুর ও নিশ্চিন্তপুরের মধ্যে অনেক গরীব ও নিম্ন মধ্যবিত্ত পরিবার আছে। যাঁদের বেশির ভাগ অর্থনৈতিকভাবে অস্বচ্ছল। আর ইতোপূর্বের লকডাউনে তাদের জীবীকার মান নিম্নমুখী হয়েছে। আবার অনেক পরিবার আছে যাঁদের আয়ের উৎস নেই। আমরা চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়াতে। এই জন্য তাদের মাঝে কিছু ঈদ সামগ্রী উপহার হিসেবে পাঠিয়েছি।”

সংগঠনের পক্ষ থেকে সমাজের সকল বৃত্ত বানগণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো আহ্বান করছি আপনার সমর্থ অনুযায়ী।

x