মোঃ বেল্লাল হোসেন নাঈম, স্টাফ রিপোর্টারঃ নোয়াখালী জেলা শাখার উদ্যোগে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও মুসলিম উম্মাহর শান্তি ও শুভ কামনায় বিশেষ দোয়া ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ৬মে বাদ আছর নোয়াখালী জজকোর্ট জামে মসজিদে জিসপ মিলাদ ও দোয়া’র আয়োজন করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) কেন্দ্রীয় কমিটির সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলো, জিসপ নোয়াখালী জেলা শাখার আহবায়ক এডভোকেট এম খলিলুর রহমান খলিল, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, জেলা জিসপ এর সদস্য সচিব সিনিয়র সাংবাদিক খোরশেদ আলম শিকদার।
আরো উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা জিসপের যুগ্ন আহ্বায়ক মোঃ বেল্লাল হোসেন নাঈম, যুগ্নআহবায়ক হুমায়ন কবিরসহ জেলা জিসপ ও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলো।
এরপর জেলা শহরের বিভিন্ন স্থানে অসহায়, দুঃস্থ ও চিহ্নমুল মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।