ঢাকা, রবিবার ১৯ মে ২০২৪, ০২:২৬ অপরাহ্ন
স্কুল পড়ুয়াদের মাস্ক পরায় শিথিলতা আনতে চাইছে ব্রিটেন
Reporter Name

আগামী দিনে ব্রিটেনের সেকেন্ডারি স্কুলের পড়ুয়াদের মাস্ক পরা বাধ্যতামূলক থাকবে না। বরিস জনসন সরকার এ নিয়ে চিন্তাভাবনা করছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন সে দেশের শিক্ষা সচিব গ্যাভিন উইলিয়ামসন। আগামী সোমবার ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন এই ঘোষণা করতে পারেন বলে জানানো হয়েছে ওই প্রতিবেদনে। তবে বিধিনিষেধ শিথিল করা হলেও তা ১৭ মে-র আগে হবে না বলেই জানিয়েছেন উইলিয়ামসন।

সামাজিক দূরত্বের নিয়ম মেনে চলতে পারলে সে দেশের স্কুলে এখন মাস্ক না পরলেও চলে। যদিও করিডর, কমিউনিটি হলে পড়ুয়াদের মাস্ক পরতে বলা হয়। উইলিয়ামসন ওই সংবাদমাধ্যমে বলেছেন, ‘‘সংক্রমণ হার ধারাবাহিক ভাবে কমছে। আমাদের টিকাকরণ কর্মসূচিও সফল ভাবে হচ্ছে। সে জন্যই ভবিষ্যতের পদক্ষেপ হিসাবে পড়ুয়াদের মাস্কে মুখ ঢেকে রাখা বাধ্যতামূলক থাকবে না। আর মাস্ক না থাকলে পড়ুয়া এবং শিক্ষকদের মধ্যে যোগযোগে সুবিধা হয়।’’ প্রসঙ্গত, ব্রিটেনে এখন দৈনিক সংক্রমণ দু’হাজারের নীচে থাকছে।

যদিও সে দেশের শিক্ষক ইউনিয়নগুলি এই পদক্ষেপের বিরোধিতা করেছে। তাদের মতে আরও কিছু দিন মাস্ক পর বাধ্যতামূলক থাকা উচিত। এ নিয়ে উইলিয়ামসনকে একটি চিঠি পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন সে দেশের ন্যাশনাল এডুকেশন ইউনিয়নের নেতা কেভিন কোর্টনি।

2 responses to “স্কুল পড়ুয়াদের মাস্ক পরায় শিথিলতা আনতে চাইছে ব্রিটেন”

  1. … [Trackback]

    […] Information to that Topic: doinikdak.com/news/13723 […]

  2. … [Trackback]

    […] Here you can find 93072 additional Information on that Topic: doinikdak.com/news/13723 […]

Leave a Reply

Your email address will not be published.

x