ঢাকা, শনিবার ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:২৭ পূর্বাহ্ন
মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠালো থাইল্যান্ড
Reporter Name

যদিও দেশটির সেনাবাহিনী শরণার্থীদের সীমান্তেই আটকে দিয়েছে এবং বাইরের কোনো সংস্থাকে সেখানে যেতে দেওয়া হচ্ছে না।

গত শনিবার মিয়ানমারে সেনাবাহিনীর গুলিতে ১১৪ বিক্ষোভকারী নিহত হয়। এর প্রতিশোধ নিতে ওই দিন একটি সেনাপোস্টে হামলা চালিয়ে এক কর্নেলসহ ১০ সেনাসদস্যকে হত্যার দাবি করে সশস্ত্র গোষ্ঠী কারেন ন্যাশনাল ইউনিয়ন। সেদিন রাতেই কারেন রাজ্যের মুতরাও জেলার পাঁচটি অঞ্চলে সেনাবাহিনী বিমান হামলা চালায়।

বিমান হামলা শুরু হলে কারেন গ্রামের তিন হাজারের বেশি বাসিন্দা বাড়িঘর ছেড়ে প্রথমে জঙ্গলে এবং সেখান থেকে সীমান্ত পেরিয়ে থাইল্যান্ডে আশ্রয় নেয়।

x