ঢাকা, মঙ্গলবার ১৪ জানুয়ারী ২০২৫, ০২:৫১ অপরাহ্ন
চাটখিলে একাধিক মাদক মামলার আসামী ২০০ পিছ ইয়াবাসহ আটক
Reporter Name
চাটখিলে একাধিক মাদক মামলার আসামী ২০০পিছ ইয়াবাসহ ও তার সহযোগী আটক।

মোঃ বেল্লাল হোসেন নাঈম,স্টাফ রিপোর্টারঃ নোয়াখালীর চাটখিলে পুলিশের অভিযানে (৮) মামলার পলাতক আসামী ইয়াবা সহ দুজন গ্রেফতার। গ্রেফতারকৃত আসামীরা হলেন  চাটখিল থানার ‘(ফতেপুর ব্যাপারী বাড়ির)’মৃতঃআতিক উল্যা মিয়ার ছেলে চাটখিল উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী আমিনুলহক ওরফে গিন্টু আমিন ‘(৪২)’ এবং সহযোগী আসামী ফতেপুর (নন্দী বাড়ি)’ আবুল হোসেনের ছেলে নিজাম উদ্দিন রুমেল ‘(৩৫)’ কে গ্রেফতার করতে সক্ষম হয় চাটখিল থানা পুলিশ।

থানা সূত্রে জানাযায়, চাটখিল থানা পুলিশ  ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল পৌরসভার ফতেপুর বদল কোট সড়কের রাশেদের চা দোকানের সামনে মাদক কেনা বেচার সময় (২০০) পিস ইয়াবা মাদক সহ চাটখিল থানার ৮ মামলার আসামী  শীর্ষ মাদক ব্যবসায়ী গিন্টু আমিনকে ও তার এক সহযোগীকে গ্রেফতার করেন

চাটখিল থানার অফিসার ইনচার্জ'(ওসি)’ আনোয়ারুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে বলেন গ্রেফতার কৃত আসামীদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে আজ দুপুরে জেলহাজতে প্রেরণ করা হয়েছে ।

x