২৭ বছরের বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন বিল গেটস ও মেলিন্ডা গেটস। তারা বলেছেন, আমরা যুগল হিসেবে একসাথে বেড়ে উঠতে পারবো বলে আর বিশ্বাস করি না।
এক টুইটবার্তায় বিল লিখেছেন, অনেক ভাবনা চিন্তা করে এবং নিজেদের সম্পর্ক নিয়ে অনেক কাজ করে আমরা এই বিয়ে শেষ করার সিদ্ধান্তে এসেছি।
১৯৮০ সালে মেলিন্ডা বিলের মাইক্রোসফট ফার্মে যোগ দিলে এই দুজনের পরিচয় হয়। পরে এই বিলিয়নিয়ার যুগলের বিয়ে ও তিনটি সন্তান হয়। তারা একসাথে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন চালু করেন। সংস্থাটি সংক্রামক রোগ ও শিশুদের টিকাদানে উৎসাহ দিতে বিলিয়ন বিলয়ন ডলার ব্যয় করে।
বিল গেটস আরেক বিনিয়োগকারী ওয়ারেন বাফেটের সাথে ‘গিভিং পেজ’ গড়ে তুলেছেন যেখানে বিলিয়নিয়াররা তাদের সম্পদের বড় একটা অংশ ভালো কাজে ব্যয় করার প্রতিশ্রুতি দেয়।
ফোর্বসের মতে বিল গেটস বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি। তার সম্পদের পরিমাণ ১২৪ বিলিয়ন মার্কিন ডলার।
টুইট বার্তায় এই যুগল লিখেছেন, গত ২৭ বছরে আমরা তিনজন সন্তানকে বড় করেছি এবং একটি ফাউন্ডেশন গড়ে তুলেছি যেটা মানুষকে সুস্থ ও উৎপাদনশীল জীবন দিতে বিশ্বব্যাপী কাজ করে।
সেখানে আরো বলা হয়, আমরা আমাদের কাজ চালিয়ে যাবো এবং ফাউন্ডেশনে একত্রে কাজ করবো। কিন্তু মনে হয় না আমরা জীবনের পরবর্তী ধাপে আর একসাথে যুগল হিসেবে বেড়ে উঠতে পারবো।
সবশেষে সেখানে বলা হয়, এই নতুন জীবন পরিচালনার জন্য আমরা আমাদের পরিবারের স্পেস ও গোপনীয়তা প্রত্যাশা করছি।
১৯৯৪ সালে লানাইয়ের হাওয়াইয়ান দ্বীপে বিয়ে করেছিলেন বিল ও মেলিন্ডা গেটস। সেসময় অনাকাঙ্খিত কোনো অতিথির প্রবেশ নিষিদ্ধ করতে স্থানীয় সবগুলো হেলিকপ্টার ভাড়া নেন বিল।
নিজের জনহিতকর কর্মকাণ্ড পরিচালনার জন্য গত বছর মাইক্রোসফটের বোর্ড থেকে নিজেকে প্রত্যাহার করেন বিল গেটস।
নিউজ সোর্সঃ বিল গেটস ও মেলিন্ডা গেটসের বিবাহ বিচ্ছেদ