ঢাকা, শনিবার ২৫ জানুয়ারী ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন
৫৩ লাখ ডোজ করোনা টিকা একদিনেই দেওয়া হল চীনে
Reporter Name

চীনে টিকাদান কর্মসূচী শুরুর পর থেকে শনিবার পর্যন্ত ২৭ কোটি ৪ লাখের বেশি ডোজ টিকা দেওয়া হয়েছে। রোববার দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন এ তথ্য দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

শুক্রবার পর্যন্ত দেওয়া ২৬ কোটি ৫০ লাখ ৬০ হাজার ডোজের তুলনায় এ সংখ্যা ৫৩ লাখ ৪০ হাজার ডোজ বেশি। দেশটিতে কতজন ভ্যাকসিনের সব ডোজ পেয়েছেন, তার হিসাব স্বাস্থ্য কমিশনের এ তথ্যে পাওয়া যায়নি।

চীন সাম্প্রতিক দিনগুলোতে টিকাদানের গতি বাড়িয়েছে। তবে বিপুল জনসংখ্যার দেশটির প্রতি ১০০ জনে টিকাদানের হার এখনও যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক কম।

x