ঢাকা, মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ১২:৩২ পূর্বাহ্ন
কুড়িগ্রামে শ্রমিকদের বিক্ষোভ-সমাবেশ
Reporter Name

মোঃ আসাদুর রহমান শিমু রাজারহাট উপজেলা প্রতিনিধিঃ বাংলাদেশ  সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে তিন দফা দাবি বাস্থবায়নের লক্ষে  শ্রমিকদের বিক্ষোভ মিছিল করেছে।২য় দফায় কোভিট- ১৯ এর প্রভাবে গণপরিবহন বন্ধ থাকায় গোটা বাংলাদেশে সড়ক পরিবহনে কয়েক লক্ষাধিক শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। কর্মজীবী মানুষের কথা বিবেচনা করে স্বাস্থ্য বিধি মেনে মোট আসনের অর্ধেক যাএী নিয়ে পরিবহন চলাচল, সড়ক পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদান ও গোটা বাংলাদেশের টার্মিনাল গুলোতে ওএমএস আওতায় চাল বিক্রির দাবি নিয়ে এ বিক্ষোভ মিছিল চলছে।

রোববার (২ মে) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিন করে।

পরে শাপলা চত্ত্বরে সড়ক বন্ধ করে দিয়ে সমাবেশ করেন শ্রমিকরা। এসময় বক্তব্য রাখেন জেলা বাস- মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সহিদুজ্জামান রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আমিনুর রহমান, সহ সাধারণ সম্পাদক নুর আমিনসহ অন্যান্য নেতারা।

বক্তারা বলেন, করোনা পরিস্থিতিতে গণপরিবহন বন্ধ থাকায় শ্রমিকরা কর্মহীন হয়ে মানবেতর জীবন-যাপন করছে। স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুসহ শ্রমিকদের খাদ্য সহায়তা দেয়ার দাবি জানান তারা।

x