ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ হাজার ৭২৮ জন মারা গেছেন। আর একই সময়ে দেশটিতে মোট ৩ লাখ ৯২ হাজার ৫৬২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রকাশিত খবরে বলা হয়েছে, বরাবরের মতো সংক্রমণ ও মৃত্যুতে যথারীতি শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় ৮০২ জনের প্রাণ গেছে রাজ্যটিতে। সংক্রমণ শনাক্ত হয়েছে ৬৩ হাজারের বেশি।
একদিনে রেকর্ড ৪১২ জনের মৃত্যু হয়েছে রাজধানী দিল্লিতে। আর সেখানে করোনা শনাক্তের হার ৩১ দশমিক ৬১ শতাংশ। ৩ শতাধিক প্রাণহানি হয়েছে উত্তর প্রদেশে।
এদিন প্রথমবারের মতো একশ’য়ের বেশি মৃত্যু হয়েছে পশ্চিমবঙ্গেও। আরও ১৩টি রাজ্যে হয়েছে শতাধিক মৃত্যু।