ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০১:৪৮ অপরাহ্ন
আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের প্রত্যাহার প্রক্রিয়া শুরু
Reporter Name

আফগানিস্তানে নিয়োজিত সৈন্য প্রত্যাহার প্রক্রিয়া শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটো।

আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে সকল সৈন্য প্রত্যাহার করা হবে বলে জানিয়েছে বিবিসি।

এটি বাস্তবায়িত হলে দীর্ঘ ২০ বছর পর আফগান যুদ্ধের পরিসমাপ্তি ঘটবে।

এর আগে এপ্রিলের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘতম আফগান যুদ্ধ অবসানের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রেসিডেন্ট জো বাইডেন।

তিনি বলেন, আমেরিকার দীর্ঘতম যুদ্ধের সমাপ্তি টানার সময় এসেছে। সময় এসেছে সেনাদের ঘরে ফিরিয়ে আনার। তালেবানের সঙ্গে যুদ্ধ করার চেয়ে যুক্তরাষ্ট্রের আশু চ্যালেঞ্জগুলো মোকাবিলা করাই এখন অগ্রাধিকার।

২০০১ সালে হোয়াইট হাউসের ট্রিটি রুমে দাঁড়িয়ে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আফগান যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন।

তার প্রায় ২০ বছরের মাথায় এসে একই স্থানে দাঁড়িয়ে এই যুদ্ধের অবসানের ঘোষণা দেন প্রেসিডেন্ট বাইডেন।

x