করোনা মহামারির মধ্যে বৈশ্বিক চলাচল নিরাপদ করতে ডিজিটাল করোনা ভ্যাকসিন পাসপোর্ট তৈরির উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র।
এনডিটিভি জানায়, আবেদনের মাধ্যমে এই পাসপোর্ট সেবা পাবেন আমেরিকান ভ্যাকসিন গ্রহণকারীরা।
জো বাইডেন আগেই প্রতিশ্রুতি দিয়েছেন যে, গ্রীষ্মের মধ্যে যুক্তরাষ্ট্র আগের মতো স্বাভাবিক হতে শুরু করবে এবং আগের মতো জনসমাগম হতে পারে। তাই ভ্যাকসিন পাসপোর্ট গ্রহণ প্রত্যেক নাগরিকের জন্য প্রয়োজন।
তবে এখনই হোয়াট হাউস থেকে পাসপোর্ট উদ্যোগ সম্পর্কে কোনো বিবৃতি দেয়া হয়নি। এই মাসের মধ্যে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং অন্যানা কর্মকর্তাদের সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
মূলত গ্রীষ্মকালে ছুটির মৌসুমের আগেই সেই ‘ডিজিটাল ভ্যাকসিন পাসপোর্ট’ প্রস্তুত করে যতটা সম্ভব পর্যটনের সুযোগ করে দিতে চান তারা। এতে যেসব মানুষ ভ্যাকসিনের সব ডোজ পেয়েছেন, তাদের আলাদা করে চিহ্নিত করা সম্ভব হবে।
বিদেশ ভ্রমণের ক্ষেত্রে এ সুবিধা নেয়ার জন্য করোনা ভ্যাকসিন গ্রহণকারীরা তাদের ভ্যাকসিন নেয়ার সনদ দেখিয়ে ভ্যাকসিন পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। নিউজ সোর্সঃ ‘ভ্যাকসিন পাসপোর্ট’ তৈরির উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র