ঢাকা, রবিবার ১৯ মে ২০২৪, ০৬:৪০ অপরাহ্ন
অক্সিজেন সংকটে একই হাসপাতালে মৃত্যু হয়েছে ৮ রোগীর
Reporter Name

ভারতের রাজধানী দিল্লিতে আবারও অক্সিজেন সংকটে একই হাসপাতালে মৃত্যু হয়েছে ৮ রোগীর। এদের মধ্যে একজন চিকিৎসক ছিলেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

শনিবার (১ মে) সকালে দিল্লির বাত্রা হাসপাতালে অক্সিজেন পৌঁছানোর কথা থাকলেও দুপুর ১টা ৩০ মিনিটে সরবরাহ আসে। ফলে প্রায় ৮০ মিনিট কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের ব্যবস্থা ছাড়াই ২৩০ জন মুমূর্ষু করোনা রোগীদের চিকিৎসা দিয়েছে ডাক্তাররা।

নিহত ৮ রোগীর মধ্যে ৬ জন আইসিইউতে ভর্তি ছিলেন। তাদের মধ্যে হাসপাতালের গ্যাস্ট্রোএন্ট্রোলজি বিভাগের প্রধান ডা. আরকে হিমাথানিও অক্সিজেনের অভাবে মারা যান।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সকাল ৬টা থেকেই জরুরি অক্সিজেনের জন্য বিভিন্ন কেন্দ্রে বার্তা পাঠান তারা। অথচ দুপুরের আগ পর্যন্ত হাসপাতালে একটি অক্সিজেনের ট্যাংকারও পৌঁছায়নি।

গত ২৪ এপ্রিলেও এই হাসপাতালে অক্সিজেনের ঘাটতির কথা জানিয়েছিলেন চিকিৎসকরা। একই দিন দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতালে অক্সিজেনের মাত্রা কম থাকায় ২৫ জনের মৃত্যু হয়েছে।

2 responses to “অক্সিজেন সংকটে একই হাসপাতালে মৃত্যু হয়েছে ৮ রোগীর”

  1. … [Trackback]

    […] There you can find 47893 additional Info to that Topic: doinikdak.com/news/11752 […]

  2. Continued says:

    … [Trackback]

    […] Read More Information here to that Topic: doinikdak.com/news/11752 […]

Leave a Reply

Your email address will not be published.

x