ঢাকা, সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৭ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর শেখ হাসিনার, কর্মসুচী মানুষকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছে
Reporter Name

জাহিদ হাসান অন্তর, দিনাজপুর প্রতিনিধিঃ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, পৃথিবীর এখনও উন্নত দেশগুলো ভ্যাকসিন দিতে পারে নি সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শীৃ কুটনৈতিক তৎপরতার কারনে এবং বাংলার মানুষকে ভালবাসার কারনে তিনি ২০টি দেশের মধ্যে প্রথম বাংলাদেশের মানুষকে করোনা থেকে রক্ষার জন্য ভ্যাকসিন প্রদান করেন। পর্যায় ক্রমে দেশের সকল মানুষকে ভ্যাকসিন দেয়া হবে বলে আশস্ব করেছেন। করোনকালে অনেক মানুষ বেকার ও কর্মহীন হয়ে পড়েছে। এদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য সহায়তা ও  অর্থ নৈতিক সহায়তা দিয়ে মানবিক দৃষ্টান্তের নজির স্থাপন করেছেন। হুইপ ইকবালুর রহিম সবাইকে সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।

তিনি বলেন, জনগন সচেতন না হলে করোনার হাত থেকে রক্ষা পাওয়া খুব কঠিন। তিনি করোনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মহান আল্লাহতালার কাচে দোয়া প্রার্থনা করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা করেন ও করোনায় যারা মৃত্যুবরন করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি আরও বলেন,  দিনাজপুরের মানুষ ২৪ ঘন্টা বিদ্যুতের আলোয় আলোকিত।  প্রচন্ড গরমের হাত থেকে রক্ষা পেয়ে সেহেরী এবং ইফতার করছেন। মসজিদে নামাজ আদায় করছেন। তিনি শেখ হাসিনা পর্যায়ক্রমে দেশের প্রত্যেকটি ভুমিহীন ও শ্রমজীবী মানুষকে মুজিববর্ষ উপলক্ষে বাড়ীর ব্যবস্থা করে দিবেন। তিনি করোনা মোকাবেলায় চিকিৎসক, প্রশাসন, সেনাবাহিনী, পুলিশসহ সকল স্বাস্থ্যসেবা কর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

৩০ এপ্রিল শুক্রবার দিনাজপুর মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে করোনা ভাইরাস পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ কর্মহীন পরিবহন শ্রমিকদের মাঝে জেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার (খাদ্য সহায়তা) বিতরন কালে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসবকথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার শচিন চাকমা, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, সদর উপজেলা সিভিল সার্জন ডাঃ আব্দুল কুদ্দুস, নির্বাহী অফিসার এসএইচ এম মাগফুরুল হাসান আব্বাসী, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারন সম্পাদক এস এম খালেকুজ্জামান রাজু, মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ রফিক, সাধারন সম্পাদক ফজলে রাব্বীসহ অন্যান্যরা।

11 responses to “প্রধানমন্ত্রীর শেখ হাসিনার, কর্মসুচী মানুষকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছে”

  1. … [Trackback]

    […] There you will find 39144 additional Info to that Topic: doinikdak.com/news/11477 […]

  2. … [Trackback]

    […] Find More Information here to that Topic: doinikdak.com/news/11477 […]

  3. … [Trackback]

    […] Find More Info here to that Topic: doinikdak.com/news/11477 […]

  4. Aoovme says:

    generic besifloxacin – sildamax usa buy sildamax

  5. Nnuxbt says:

    neurontin 100mg oral – motrin 400mg brand cost azulfidine 500mg

  6. Clnpxk says:

    order generic probenecid 500mg – carbamazepine 200mg oral tegretol uk

  7. Soofkt says:

    buy celecoxib 200mg online cheap – purchase flavoxate where can i buy indocin

  8. Hbkpnk says:

    buy generic mebeverine 135 mg – buy arcoxia without a prescription pletal 100mg drug

  9. Avaibq says:

    voltaren 50mg pill – where to buy aspirin without a prescription where can i buy aspirin

Leave a Reply

Your email address will not be published.

x