মোঃশাহীন আলম লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় পুকুর থেকে মিটুন হোসেন (২৬)নামের এক কাঠমিস্তারী মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। নিহত মিটুন পারুলিয়া গ্রামের মৃত রুহুল আমীনের ছেলে।
শুক্রবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় দিকে উপজেলার উত্তর পারুলীয়ার কারবালার দীঘি এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মিটুন হোসেন পেশায় একজন কাঠমিস্ত্রি।
পুলিশ ও এলাকাবাসী জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মিটুন হোসেন বাড়ির অদুরে শ্বশুর বাড়িতে যান কিন্তু শশুর বাড়ি থেকে সে কখন বাড়ি ফিরেন তা পরিবারের লোকজন কেউও জানেন না। শুক্রবার সকালে বাড়ির পাশে পুকুরে তার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় পরিবারের লোকজন।
জানা গেছে, সে ছোট থেকে মৃগীরোগে আক্রান্ত ছিল। এই রোগের অনেক চিকিৎসা করেও সে সুস্থ্য হয়নি। এজন্য পরিবারের ধারনা পুকুর পাড় দিয়ে আসার সময় তার ওই রোগ জেগে উঠার কারণে এই পরিণতি হতে পারে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পোস্টমর্টেমের জন্য লাশ লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।