লালমনিরহাটে বিএনপির করোনা হেল্প সেন্টার উদ্বোধন
করোনা মহামারিতে আক্রান্ত অসহায় মানুষকে সহায়তা প্রদানের লক্ষে লালমনিরহাটে বিএনপির উদ্যেগে করোনা হেল্প সেন্টার উদ্বোধন হয়েছে।
জেলা বিএনপি কার্যালয়ে গতকাল রবিবার দুপুরে এক ভার্চুয়াল সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ হেল্প সেন্টারের উদ্বোধন করেছেন।
জেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা,বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান,উপজেলা বিএনপির সভাপতি একেএম মমিনুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, সহ-সাংগঠিক সম্পাদক মহিউদ্দিন লিমন, ভিপি আনিছ, প্রচার সম্পাদক আসাদুল প্রামাণিক, জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট জিন্নাত আরা রোজিসহ জেলা বিএনপির সদ্যসরা উপস্থিত ছিলেন