ঢাকা, বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ০৮:১৭ অপরাহ্ন
চাটখিলে ২০০পিছ ইয়াবা ও গুলিসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
Reporter Name

মোঃ বেল্লাল হোসেন নাঈম স্টাফ রিপোর্টারঃ নোয়াখালীর চাটখিলে পুলিশ অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ও তিনটি গুলি সহ এক মাদক কারবারি কে আটক করেছে। আটককৃত মাদক কারবারি ,  মোঃ হাবিবুর রহমান ওরফে সোহেল হোসেন ওরফে ডন সোহেল(৩২) সে চাটখিল পৌরসভার ফতেপুর গ্রামের বেপারি বাড়ির সিরাজুল ইসলামের ছেলে।

বুধবার  (২৮ এপ্রিল) দুপুরে আটককৃত আসামি গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  এর আগে, গতকাল মঙ্গলবার রাতে চাটখিল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ও তিনটি গুলি সহ তাকে আটক করে।

চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আনোয়ারুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ডন সোহেলের নামে অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়ে এবং বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

x