ঢাকা, মঙ্গলবার ০৭ মে ২০২৪, ০৬:৫৮ অপরাহ্ন
সিলেট বিভাগে করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৯৪ জন
Reporter Name

সিলেট বিভাগে থামছে না করোনায় ভয়বহতা। সেই সাথে বাড়ছে প্রাণহানী। মহামারি করোনায় আক্রান্ত হয়ে একদিনে প্রাণ হারিয়েছেন আরও ২ জন। আর ২৪ ঘন্টায় আক্রান্ত সনাক্ত হয়েছেন ৯৪ জন। যার মধ্যে ৫৪ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১৩৮ জন। মঙ্গলবার (২৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৯৪ জন করোনা আক্রান্ত সনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ৫৪ জন, সুনামগঞ্জের ২ জন, হবিগঞ্জের ১৪ জন, মৌলভীবাজারে ৭ জন ও সিলেট ওসমানী মেডিক্যালে আরও ১৭ জনের করোনা সনাক্ত হয়।

নতুন এই ৯৪ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৪১৪ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ০৭৩ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৭১৮ জন, হবিগঞ্জে ২ হাজার ৩৩৪ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২৮৯ জনের করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে।

গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৩৮ জন। এরমধ্যে সিলেটের ১২৩, মৌলভীবাজারের আরও ১৫ জন রয়েছেন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ১৮ হাজার ৭৪৭ জন। এর মধ্যে সিলেট জেলার ১২ হাজার ২৫৮ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৬০৪ জন, হবিগঞ্জে ১ হাজার ৭৭০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ১১৫ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ জন করোনা আক্রান্ত রোগী। সবিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৬৮ জন। এরমধ্যে সিলেট জেলায় ২৪৩ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ১৩ জন, মৌলভীবাজারে ৮ জন।

গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে যে ২ জন মারা গেছেন তারা সিলেট জেলার বাসিন্দা। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৩৯ জনে। এর মধ্যে সিলেট জেলার ২৬৭ জন, সুনামগঞ্জে ২৭ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ২৭ জন রয়েছেন।

One response to “সিলেট বিভাগে করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৯৪ জন”

  1. … [Trackback]

    […] Info on that Topic: doinikdak.com/news/10179 […]

Leave a Reply

Your email address will not be published.

x