ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন
সিলেটে ২৭ টি ওয়ার্ডের প্রতিটি মসজিদে কোভিড -১৯ সুরক্ষা সামগ্রী বিতরণ
Reporter Name

পুরো বাংলাদেশব্যাপী করোনার দ্বিতীয় ঢেউ চলছে। এরই ন্যায় সিলেটেও করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে। প্রতিদিনই করোনায় আক্রান্ত ও মৃত্যু বাড়ছে। এরই মধ্যে করোনা দ্বিতীয় মোকাবিলায় তিন দফা লকডাউন জারি করা হয়েছে।

এরই পরিপ্রেক্ষিতে বুধবার সিলেটের ২৭ নং ওয়ার্ডের পাটানপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে উদ্বোধনের মাধ্যমে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক সিলেট নগরীর ২৭ টি ওয়ার্ডের প্রতিটি মসজিদে ( কোভিড -১৯) সংক্রমণ রোধে জীবানুনাশক হ্যান্ড স্যানিটাইজার, সাবান, মাস্ক সহ অন্যান্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন সিলেট সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব মোঃ আজম খান।

এ সময় উপস্থিত ছিলেন, পাটানপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের মুতাওয়াল্লী, মোঃ মোজাফফর খান, সহকারী মতোওয়াল্লী, মন্জুর আলম খান, সেক্রেটারি, মোঃ ছয়েফ খান, সদস্য হান্নান খান প্রমুখ।

x