এম আবু হেনা সাগর,ঈদগাঁও: কক্সবাজার সদরের ঈদগাঁও বাজার ও স্টেশনে লকডাউন বাস্তবায়নে কাজ করেছেন সদর উপজেলা প্রশাসন। ১৮ই এপ্রিল বিকেলে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার সুইটির নেতৃত্বে পুলিশ ও আনসার সদস্যদের একটি টিম বাজার পরিস্থিতি তদারকি করেন। নির্ধারিত সময়ের পরে দোকানপাট খোলা রাখায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন তিনি। বাজারের গুরুত্ব পূর্ণ স্পটে লকডাউনে সরকার ঘোষিত নির্দেশনা সমূহ মেনে চলার আহ্বান জানান।
অভিযানকালে বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো, সহ সাধারন সম্পাদক হাসান তারেক, অর্থ সম্পাদক নুরুল আমিন, সদস্য জসিম উদ্দিন আহমেদ, নুরুল আবছার ( সও:), রফিকুল ইসলাম রফিক প্রমুখ উপস্থিত ছিলেন।