কিংবদন্তি মার্কিন সংগীতশিল্পী-গীতিকার বব ডিলানের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী। নিউইয়র্কের এক আদালতে এই অভিযোগ করেছেন তিনি।
সেই নারীর অভিযোগ, ১৯৬৫ সালে বব ডিলান তাকে মাদক ও মদ খাইয়ে হেনস্তা করেছিলেন। ৫৬ বছর আগে ওই নারীর বয়স ছিলো মাত্র ১২ বছর। নিউইয়র্কের বিখ্যাত চেলসিয়া হোটেলের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে তার ওপর যৌন নির্যাতন চালানো হয়েছে। তবে এতদিন তিনি কেন বিষয়টি লুকিয়ে রেখেছিলেন সেটা নিয়েও প্রশ্ন তুলছেন বব ডিলানের ভক্তরা।
এক বিবৃতিতে বব ডিলানের মুখপাত্র বলেন, ৫৬ বছর আগের এ দাবি মিথ্যা এবং এর উপযুক্ত জবাব দেওয়া হবে।
প্রসঙ্গত, শিল্পের জন্য বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছেন বব ডিলান। ২০১৬ সালে সাহিত্যের জন্য নোবেল পুরস্কারও পেয়েছেন তিনি। তার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে অনেকেই হতবাক হয়েছেন।
সূত্র: বিবিসি