ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন
ফরিদপুরে করোনায় ১০ জনের মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ৬ জন ও উপসর্গ নিয়ে ৪ জন মারা গেছেন।

মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে হাসপাতাল থেকে এই তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালটিতে বর্তমানে ১৮৮ জন রোগী ভর্তি রয়েছে। হাসপাতালের আইসিই ইউনিটে ভর্তি রয়েছে ১৫ জন করোনা রোগী। গত ২৪ ঘণ্টায় ২৮৬ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে ৬১ জন। শনাক্তের হার ২১.৩২%। এদিকে গত দুমাস ধরে শনাক্তের হার ৩০ এর ওপরে থাকলে গত কদিন ধরে শনাক্তের হার কমে এসেছে।

উল্লেখ্য, এ পর্যন্ত জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৯৪৮ জন।

x